`কাশ্মীর ও মনিপুরের আজাদি! আফজল গুরু ও গিলানির সমর্থনে স্লোগান`, বিতর্কে যাদবপুর
জেএনইউ কাণ্ডের ছায়া এবার যাদবপুরে। যাদবপুরের ছাত্রছাত্রীদের মিছিলে আফজল গুরু ও গিলানির সমর্থনে স্লোগান উঠল। উঠল কাশ্মীর ও মনিপুরের স্বাধীনতার দাবির সমর্থনে স্লোগান। যাদবপুরের এই স্লোগানে নতুন করে উঠল বিতর্কের ঝড়।
ওয়েব ডেস্ক: জেএনইউ কাণ্ডের ছায়া এবার যাদবপুরে। যাদবপুরের ছাত্রছাত্রীদের মিছিলে আফজল গুরু ও গিলানির সমর্থনে স্লোগান উঠল। উঠল কাশ্মীর ও মনিপুরের স্বাধীনতার দাবির সমর্থনে স্লোগান। যাদবপুরের এই স্লোগানে নতুন করে উঠল বিতর্কের ঝড়।
স্লোগানকারী নির্ঝর মুখার্জি, "মিছিলে কোনও বিচ্ছিন্নতাবাদী স্লোগানকে প্রশ্রয় দেওয়া হয়নি। আমি বিজেপি সরকারের বিরুদ্ধে। আমি জেএনইউয়ের ছাত্রের গ্রেফতারের বিরুদ্ধে। আমার কাছে আজাদি মানে অত্যাচারের কাছ থেকে আজাদি। আমি RSS-এর কাছ থেকে আজাদি চাই। তার কথাই বলেছি।"
"নীতি বিরুদ্ধ কাজ হয়েছে", মত সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্তের।