COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: ছাত্রছাত্রীদের কাছে চরমভাবে প্রত্যাখ্যাত হয়েও এতটুকু লজ্জিত নন যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী। উল্টে তাঁর দাবি, সমাবর্তন নাকি সফল। ঘটনা হল, উপাচার্যের উপস্থিতিতে কাল পদক বা সার্টিফিকেট নেননি প্রায় কেউই। উপাচার্য বেরিয়ে যাওয়ার পর সার্টিফিকেট নেন ছাত্রছাত্রীরা। তবু, তাঁরই নাকি জয় হয়েছে। হাবেভাবে এমনই বোঝানোর চেষ্টা করলেন অভিজিত্‍।
 
বুধবার কী দেখেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়! বৃহস্পতিবার সেই সমাবর্তনকেই সফল দেখানোর চেষ্টা করলেন উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী। যদিও সমাবর্তন অনুষ্ঠানের ছবিই বলে দিচ্ছে, উপাচার্য মঞ্চে থাকাকালীন সেমুখো হননি বহু পড়ুয়া। উপাচার্য বেরিয়ে যাওয়ার পর অবশ্য অনেকে শংসাপত্র নিয়েছেন।
উপাচার্য থাকলে তাঁরা কি নিতেন?


উপাচার্য নিজে অনুষ্ঠানের মাঝপথে বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। কেন, কী কারণে? এর জবাব তিনি দিলেন চব্বিশ ঘণ্টা পর। যদিও উপাচার্যের যুক্তি মানতে নারাজ অনেকেই। প্রশ্ন আরও আছে। উপাচার্যই বলছেন, সমাবর্তন সফল। আবার সেই তিনিই বলছেন, অতিথিদের আপ্যায়ন করা যায়, এমন পরিস্থিতিই নাকি ছিল না বিশ্ববিদ্যালয়ে। কোনটা সত্যি? কোনটা ঠিক? বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষ হতে বেজে গিয়েছিল ছটা-সাড়ে ছটা। অতিথিদের লাঞ্চপর্ব এর অনেক আগে শেষ হয়ে যায়। তাহলে পরে আর কেন বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলেন না উপাচার্য?