ওয়েব ডেস্ক: ৩১ আগস্টের আগে খুলছে না জয়পুরিয়া কলেজ। তবে কলেজ খোলার পথ খুঁজে বের করতে আজ বৈঠকে বসছেন অধ্যাপকরা। তিন বিভাগের অধ্যাপকরা নিজেদের মধ্যে বৈঠক করে সমাধান করার সূত্র খুঁজবেন। সিদ্ধান্ত নিতে প্রয়োজন হলে পরিচালন সমিতির সদস্যদের সঙ্গেও টেলিফোনে কথা বলবেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন শব্দবাজির দৌরাত্ম্যে প্রাণ গেল এক বৃদ্ধার


প্রসঙ্গত, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃহস্পতিবার থেকে বন্ধ কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে কলেজ খোলা সম্ভব নয় বলে জানিয়ে দেন অধ্যক্ষ। অশান্তি কাটাতে কড়া হয়েছে রাজ্য সরকারও। পরিচালন সমিতি থেকে শশী পাঁজাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন আগুন লাগলে সামাল দিতে পারবে তো শহরের নামজাদা সরকারি হাসপাতালগুলি?