ওয়েব ডেস্ক: কারখানায় লাগা আগুন নিভেছে। কিন্তু ধিকধিক করে জ্বলা শুরু হয়েছে অন্য আগুন। অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে আসার পর ফের একবার বিতর্কে জেসপ। গতবছর জেসপকে ওয়াগন তৈরির জন্য  ৮০ কোটি টাকার জিনিস দেয় রেলওয়ে। CID-র নজরে এখন ওই ৮০ কোটি টাকার জিনিসপত্র। ওয়াগন তৈরির জন্য ওই টাকা দেওয়া হলেও এবছরের জানুয়ারিতে বরাতের বিষয়ে খোঁজখবর নেওয়ার পর জিনিস ফেরত চায় রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হাসপাতালে শুয়ে থাকা মানুষটার মৃত্যুকামনা হচ্ছে, এ কোন মানুষ আমরা?


কারণ সংস্থা তখন বন্ধ ছিল। এবং ওয়াগনও তৈরি হয়নি। কিন্তু রেলওয়েকে সেই টাকা ফেরত দেয়নি জেসপ। জেসপ কর্তৃপক্ষ সব জিনিস বিক্রি করে দিয়েছে বলেই সন্দেহ করছে CID।


আরও পড়ুন  যেটা কল্পনা করাও কষ্টের, সানিয়া মির্জা তেমন কাণ্ডই ঘটিয়ে ফেললেন!