আজ প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের মেডিক্যালের ফল
আজ প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের মেডিক্যালের ফল। ওয়েবসাইটে দুপুর সাড়ে তিনটে থেকে ফল জানা যাবে। এবছর পরীক্ষায় বসেছিলেন ৫৪ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। তবে ২৭ শতাংশ আবেদনকারী অনুপস্থিত ছিলেন পরীক্ষায়। রাজ্যের তত্ত্বাবধানে এটাই শেষ মেডিক্যাল জয়েন্ট। গত বিশে জুলাই রাজ্যে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা হয়।
ওয়েব ডেস্ক: আজ প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের মেডিক্যালের ফল। ওয়েবসাইটে দুপুর সাড়ে তিনটে থেকে ফল জানা যাবে। এবছর পরীক্ষায় বসেছিলেন ৫৪ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। তবে ২৭ শতাংশ আবেদনকারী অনুপস্থিত ছিলেন পরীক্ষায়। রাজ্যের তত্ত্বাবধানে এটাই শেষ মেডিক্যাল জয়েন্ট। গত বিশে জুলাই রাজ্যে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা হয়।
আরও পড়ুন- শহরের সব খবর
এর আগে সুপ্রিম কোর্ট জানায়, অভিন্ন প্রবেশিকার মাধ্যমে দেশের মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র ভর্তি করতে হবে। তবে অর্ডিন্যান্স জারি করে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এক বছরের জন্য পিছিয়ে দেয় কেন্দ্র। এরপরই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তত্ত্বাবধানে মেডিক্যালে ভর্তির জন্য জয়েন্ট পরীক্ষা হয়। যে ওয়েবসাইটগুলি থেকে ফল জানা যাবে সেগুলি হল,
www. examtec.com
www. examresults.net
www. indiaresults.com
www. westbengaleducation.net
এছাড়াও ফল জানা যাবে মোবাইল ফোন থেকে এসএমএস করেও। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে wbjee। স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 56263 বা 567675 নম্বরে।