ওয়েব ডেস্ক: সাম্বিয়াকে গ্রেফতারের পর জনি ও শানুকে হন্যে হয়ে খুঁজছে পুলিস। তদন্তকারীরা নিশ্চিত গাড়িতে সাম্বিয়া একা ছিল না। পুলিস সূত্রে খবর, দুর্ঘটনার সময় ঘাতক অডিটি চালাচ্ছিল সাম্বিয়া নিজে। তার পাশে বসে ছিল জনি। আর পিছনের শিটে বসেছিল শানু। শানু ও জনির বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনতে চলেছে পুলিস। এ ছাড়া সাম্বিয়াকে জেরা করে জানা গিয়েছে, গোটা ঘটনার পর থেকেই ফোনে বারবার বাবা মহম্মদ সোহরাবের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সকাল ৯.৩০ নাগাদ বাবা নির্দেশ দেন ফেরার হয়ে যাওয়ার। এরপর সকাল ১০.৩০ নাগাদ কোলাঘাটের জন্য বেরিয়ে পড়েন তিনি। বুধবার সন্ধেয় কোলাঘাট থেকে ট্রেনে রাঁচি চলে যান তাঁরা। এরপর বিহারের দিকে রওনা দেন। এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার গাঢাকা দিয়েই থাকেন ৩ অভিযুক্ত। অন্যদিকে টাকা শেষ হয়ে যাওয়ায় শনিবার কলকাতায় ফেরেন তিনি।