ওয়েব ডেস্ক: স্থায়ীকরণ সহ ন্যুনতম বেতনের দাবিতে আমরণ অনশনে বসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণা কর্মীরা। অনশনে যোগ দিয়েছেন ১৪ জন গবেষণা কর্মী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দফতর অরবিন্দ ভবনের সামনে অনশন শুরু করেন কর্মীরা। শূন্যপদে নিয়োগ ছাড়াও চুক্তিভিত্তিক গবেষণা কর্মীদের সরকার নির্ধারিত ন্যুনতম বেতনের দাবি রয়েছে দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সমাধানের আশ্বাস না মেলায় অনশনের সিদ্ধান্ত নেয় সংগঠন। আরও পড়ুন- মূল্যবৃদ্ধির বাজারে রাশ টানতেই রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হয়েছে কলকাতার এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। হোক কলরব থেকে ছাত্রের রহস্য মৃত্যু, এবার যাদবপুর খবরে এল গবেষণা কর্মীদের  আমরণ অনশনে।