Judge Abhijit Ganguly On SLST: SLST শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ, `বড় কথা` বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
`সরকারি সমস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকা প্রয়োজন`, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Judge Abhijit Ganguly)
নিজস্ব প্রতিবেদন: নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ (SLST) প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শিক্ষক নিয়োগের নম্বর বিভাজন প্রকাশ করার নির্দেশ। প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা, নম্বর-সহ প্রকাশ করতে হবে। ২১ শে মের মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Judge Abhijit Ganguly)।
বৃহস্পতিবার মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Judge Abhijit Ganguly) পর্যবেক্ষণ, "স্বচ্ছতাই হচ্ছে দুর্নীতির প্রতিষেধক। নবম-দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও, সেখানে নামের পাশে কোন নম্বর দেওয়া নেই। এখান থেকেই সন্দেহ জাগে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি (SSC)। নম্বর প্রকাশ করলে কার, কী ক্ষতি হত সেটা স্পষ্ট নয়। সরকারি সমস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকা প্রয়োজন। শুধু সরকারি কেন, সমাজের সর্বস্তরে স্বচ্ছতা থাকা প্রয়োজন।"
প্যানেলে অস্বচ্ছতার অভিযোগে মামলা করেন এক চাকরিপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Judge Abhijit Ganguly)।