নিজস্ব প্রতিবেদন : এনআরএস কাণ্ডের জের চলতে চলতেই আরেক হাসপাতালে তুলকালাম। এবার এম আর বাঙুরে জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল মৃতের পরিজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এম আর বাঙুর হাসপাতালে। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের বাসিন্দা বছর পঞ্চান্নর মোহন ঘোড়ুই বৃহস্পতিবার সন্ধে নাগাদ শ্বাসকষ্ট নিয়ে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ৯টা নাগাদ মারা যান মোহন বাবু। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে রোগীর।


আরও পড়ুন, ভিডিয়ো: দেশ ছাড়িয়ে বিদেশ, এনআরএসে হামলার নিন্দা বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের      


রোগীর মৃত্যুতে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের উপর মৃতের পরিবারের লোকেরা চড়াও হয় বলে অভিযোগ। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামলায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ডাক্তাররা। চিকিত্‍সায় কোনও গাফিলতি ছিল না বলে দাবি করেছে এম আর বাঙুর কর্তৃপক্ষ।