নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রীকে ঘিরে তুমুল বিক্ষোভ এসএসকেএম চত্বরে। গলায় আই-কার্ড ঝুলিয়ে মুখ্যমন্ত্রীর 'ওরা কেউ জুনিয়র ডাক্তার নয়, আউটসাইডার' মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। মুহুর্মুহু স্লোগান উঠছে, 'উই ওয়ান্ট জাস্টিস।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এই মুহূর্তে এসএসকেএম-এ পৌঁছে গিয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম প্রবীণ ত্রিপাঠি, কলকাতার পুলিস কমিশনার অনুজ শর্মা। মাইকিং করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য অনুরোধ করছেন পুলিস কর্তারা। কিন্তু হাতে আই-কার্ড নিয়ে, গলায় আই-কার্ড ঝুলিয়ে পাল্টা প্রতিবাদে সামিল জুনিয়র ডাক্তাররা। কোনওভাবেই এলাকা খালি করতে রাজি নন বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনা সমগ্র চত্বর জুড়ে। গোটা এলাকা দড়ি দিয়ে বেঁধে কর্ডন করে দেওয়া হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে ইমারজেন্সি বিভাগে ঢুকেছেন।


আরও পড়ুন, 'ওরা জুনিয়র ডাক্তার নয়,আউটসাইডার',কাজে যোগ দিতে ৪ ঘণ্টা সময়সীমা দিয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর


জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে এদিন আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরএস কাণ্ডে ৫ জনকে গ্রেফতারের পরেও ধর্মঘট কর্মবিরতি চালিয়ে যাওয়ায় জুনিয়র ডাক্তারদের উদ্দেশে তোপ দাগেন তিনি। বলেন, "৪ দিন ধরে রোগী পড়ে আছে। কয়েকজন মিলে তাণ্ডব চালাচ্ছে। আমার মন্ত্রী গিয়েছেন, পুলিস কমিশনার গিয়েছেন। যাঁরা নাটক করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেব।" মুখ্যমন্ত্রীর দাবি, "যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কেউ জুনিয়র ডাক্তার নয়। তাঁরা আউটসাইডার। বিজেপি-সিপিআইএম উসকানি দিচ্ছে। শুধু হিন্দু-মুসলাম করা হচ্ছে।"  হাসপাতালে রাজনীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।


এরপরই এসএসকেএম চত্বরে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত জায়গায় কর্মবিরতি তুলে ৪ ঘণ্টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নইলে সুপ্রিম কোর্টের নির্দেশ ও সবরকম আইন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, "৪ ঘণ্টার মধ্যে যাঁরা কাজে যোগ দেবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। সরকার তাঁদের আর কোনও সাহায্য করবে না।" কাজে যোগ দেওয়ার নির্দেশের পাশাপাশি এসএসকেএম- দাঁড়িয়ে হস্টেল খালি করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।