জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিত্‍ মন্ডলের জামিন হল কেন? আরজি কর কাণ্ডে প্রতিবাদ ফের  আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। সল্টলেক করুণাময়ী থেকে এবার সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কবে? আগামীকাল, শনিবার দুপুর দুটোয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Sandip Ghosh Bail | RG Kar Incident: বড় খবর, আরজি কর ধর্ষণ-খুন মামলায় জামিন সন্দীপ ঘোষের!


ঘটনাটি ঠিক কী?  দেখতে দেখতে প্রায় চার মাস পার।   ৯ অগাস্ট আরজি করের সেমিনার রুমে উদ্ধার হয় ট্রেইনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টে আরজিকে চিকিত্‍সককে খুন ও ধর্ষণের মামলা তদন্তে নামে সিবিআইকে। সঙ্গে আরজি দুর্নীতি মামলারও।


আরজি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল আরজি করেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পরে তাঁর বিরুদ্ধে চিকিত্‍সক খুন ও ধর্ষণ মামলায় প্রমাণ লোপাটেরও অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই অভিযোগে গ্রেফতার করা হয় টালা তত্‍কালীন ওসি অভিজিত্‍ মণ্ডলকেও। কিন্তু গ্রেফতারির ৯০ দিন পরেও আরজি করে চিকিত্‍সককে ধর্ষণ ও খুনের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই। ফলে নিয়মাফিক জামিন পেয়ে গেলেন সন্দীপ ও অভিজিত্‍। ২০০ টাকার ব্যক্তিগত তাঁদের জামিন দিল আদালত।


এদিন সন্ধ্যায় আরজি কর হাসপাতাল থেকে শ্য়ামবাজার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করেন জুনিয়র ডাক্তাররা।এরপর রাতে বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও চূড়ান্ত করে ফেলেন তাঁরা।


এদিকে অভিজিত্‍ জেল থেকে বেরোতে পারলেও, মুক্তি পেলেন না সন্দীপ। কারণ, আর্থিক দুর্নীতি মামলায় জামিন পাননি তিনি। আরজি কাণ্ডে এখনও পর্যন্ত দুটি চার্জশিট দিয়েছে সিবিআই। এদিন আদালতে তারা জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। তারা চার্জশিট দিচ্ছে না। তাই আদালতকে আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। 


আরও পড়ুন:  Bangladesh: বাংলাদেশের সঙ্গে মাছ ব্যবসা বন্ধ হচ্ছে ভারতের? কত ক্ষতি হবে?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)