নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট নির্বিঘ্নে মিটিছে। তাতে উচ্ছ্বসিত আচার্য তথা রাজ্যপাল জগদীর ধনখড়। আজ বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে সে কথা টানলেন রাজ্যপাল। বললেন, এমন শান্তিপূর্ণ ভোট পুরসভা ও পঞ্চায়েত ভোটের ক্ষেত্রেও মডেল হতে পারে। রাজ্যপালকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একের পর এক বিক্ষোভের ঘটনায় একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যপাল। তবে এবার যাদবপুর নিয়ে তার গলায় কার্যত ভিন্ন সুর, আর তাতেই পরিস্থিতি বদলের আশা রাখছে বিভিন্ন মহল। যাদপুর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুবর্তিতা দেখে রাজ্যে মঙ্গলবার বারাসত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সভাপতিত্ব করেন রাজ্যপাল। উল্লেখ্য, অতীত ইতিহাস বলছে এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল নির্বিঘ্নে উপস্থিত থাকতে পেরেছেন। 


পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আগামী ২৫শে ফেব্রুয়ারি সভাপতিত্ব করবেন বলে একটি টুইটও করেছিলেন রাজ্যপাল। লেখেন "আগামী দিনে কীভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনার দিকে চেয়ে আছি।" এদিন মঞ্চে উঠে বক্তব্য রাখেন রাজ্য়পাল। বলেন, বলেন, তাঁর ও রাজ্য সরকারের মধ্যে যাবতীয় সংঘাতের প্রভাব বিশ্ববিদ্যালয়ের ওপর পড়ছে। তাই তিনি সেই দ্বন্দ্ব মেটানোর আপ্রাণ চেষ্টা করছেন এবং করবেন। এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল আরও বলেন যে, পশ্চিমবঙ্গে এখন সেই সময় এসেছে যখন এখানকার মানুষদেরও বুঝতে হবে কারও কোনও বিরুদ্ধ মত থাকলে সেই মতের ক্ষেত্রেও সৌজন্য দেখানো উচিত।