Justice Abhijit Gangopadhyay: `দিদি একা সামলাতে পারছেন না, পাশে কিছু দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছে`
`ভুপেন হাজারিকার একটা গান মনে পড়ে। হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে`।
অর্ণবাংশু নিয়োগী: 'দিদি একা সামলাতে পারছেন না। দিদির পাশে কিছু দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছে'। রাজ্যের বিরুদ্ধে বকেয়া সংক্রান্ত একটি মামলা শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, 'এইভাবে গোটা রাজ্য নষ্ট হয়ে যাবে। ভুপেন হাজারিকার একটা গান মনে পড়ে। হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে'।
দীর্ঘদিন ধরেই নাকি প্রাপ্ত টাকা পাচ্ছেন না! বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এক ব্যক্তি। এদিন মামলাটির শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি জানতে চান, 'মামলাকারীকে কেন টাকা দেওয়া হচ্ছে না'? সরকারি আইনজীবী বলেন, 'আমাদেরও বেতন কম। অনেক টাকা বকেয়া'।
কেন এমন পরিস্থিতি? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'মানিক ভট্টাচার্যের ২টি পাসপোর্ট পাওয়া গিয়েছে। তিনি এখনও বিধায়ক পদ ছাড়েননি, হয়তো ভাবছেন ফিরে আসবেন। লন্ডনে মানিকের বাড়ির পাশে যাঁর বাড়ি তিনি নেতা ছিলেন। এইভাবে গোটা রাজ্য় নষ্ট হয়ে যাবে। ভুপেন হাজারিকার একটা গান মনে পড়ে। হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে'।
কী প্রতিক্রিয়া তৃণমূলের? দলের সাংসদ শান্তনু সেন বলেন, 'বিচারব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু বিচারব্যবস্থার ধারক, বাহকরা যখন মুখ্যমন্ত্রী সম্পর্কে এরকম কথা বলেন, তখন বিচারব্যবস্থার প্রতি আস্থা নড়ে যায়। কোথাও যেন মনে হয়, বিচারব্যবস্থা আর নিরপেক্ষ থাকছে না'। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, 'বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে কী বলব বুঝতে পারছি না। আমরা তো ওল্ড স্কুলের, তাই বুঝতে পারি না যে, বিচারপতি গঙ্গোপাধ্যায় কী করছেন'?
বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে অবশ্য 'সহমত' বিরোধীরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আদালতে পর্যবেক্ষণ নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। তবে, মনে হয় ওনার একটু হলেও ভুল ধারনা তৈরি হয়েছে। পাশে ঘুরে বেড়াচ্ছে না, আসল কারিগর উনিই'। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, 'উনি হয়তো বলেছেন, মু্খ্যমন্ত্রী চারপাশে দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছে। আমার বলি, দুর্বৃত্তরা মিলে একটা দল। সেই দলে নাম তৃণমূল কংগ্রেস। সেই দলের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়'।