CBI-এর বদলে ইংল্যান্ডের MI5-এর উপর এবার ভরসা করতে হবে! কড়া তিরস্কার বিচারপতির
`এখন কি মানিক ভট্টাচার্যকে জেরা করতে আমাকে যেতে হবে? আমাকে গিয়ে জেরা করতে হলে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব। প্রয়োজনে CBI আধিকারিকদের ব্যক্তিগত সম্পত্তি খুঁজে বের করার নির্দেশ দেব।`
অর্ণবাংশু নিয়োগী: এখন কি মানিককে জেরা করতে তাঁকে যেতে হবে? এমন হলে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবেন। প্রয়োজনে সিবিআই আধিকারিকদের ব্যক্তিগত সম্পত্তি খুঁজে বের করার নির্দেশ দেবেন। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে কড়া তিরস্কার বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। অতিরিক্ত প্যানেল নিয়ে মানিক ভট্টাচার্যকে ৭ দিনের মধ্যে জেরার নির্দেশ দিলেন তিনি।
'দিদি একা সামলাতে পারছেন না। দিদির পাশে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু দুর্বৃত্ত।' বুধবার এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের সিবিআইকে তিরস্কার করলেন বিচারপতি। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে ক্ষুব্ধ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারির সুরে মন্তব্য, 'এবার তো CBI-এর বদলে ইংল্যান্ডের তদন্তকারী সংস্থা MI5-এর উপর ভরসা করতে হবে! এখন কি মানিক ভট্টাচার্যকে জেরা করতে আমাকে যেতে হবে? আমাকে গিয়ে জেরা করতে হলে প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব। এমন হলে CBI বুঝতে পারবে কতটা খারাপ দিন আসছে। প্রয়োজনে CBI আধিকারিকদের ব্যক্তিগত সম্পত্তি খুঁজে বের করার নির্দেশ দেব।'
সিবিআই তদন্ত নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। গত বছরের ১৪ জুন বিচারপতি মন্তব্য করেন, 'টানেলের শেষে কোনও আলো দেখতে পাচ্ছি না।' গত বছরের ৩ নভেম্বর বিচারপতি মন্তব্য করেন, 'আমার জীবদ্দশায় অপরাধী ধরা পড়বে বলে মনে হয় না।' তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিট থেকে সিবিআই আধিকারিক সোমনাথ বিশ্বাসকে গত ৩১ জানুয়ারি সরিয়েও দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। এবার সিবিআই তদন্ত নিয়ে ক্ষুব্ধ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগের অতিরিক্ত প্যানেল নিয়ে মানিক ভট্টাচার্যকে ৭ দিনের মধ্যে জেরার নির্দেশ দিয়েছেন। ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার প্রতি মানিকের এত প্রেম কেন? প্রশ্ন তুলে এর কারণ খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।