অর্ণবাংশু নিয়োগী: 'সুপ্রিম' নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বদল। নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। আদালতের বাইরে বিচারাধীন বিষয় নিয়ে মুখ খোলার জন্য নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। অন্য বিচারপতির এজলাসে মামলা সরানোর নির্দেশ। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। যে প্রসঙ্গে এবার সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে পালটা নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বচ্ছতার রাখার জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে আজ রাত ১২টার মধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়া রিপোর্ট পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। একইসঙ্গে আদালতের বাইরে বলা কথার অনুবাদ কপিও পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সাফ মন্তব্য, 'আমি রাত ১২টা ১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করব। রিপোর্টে পাঠানো অনুবাদ কপি সহ কোন রিপোর্ট আদালতে জমা পড়েছে সেটা দেখতে চাই। আমার কাজ শেষ হয়নি। রিপোর্টটা দেখি।' পাশাপাশি, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে তাঁর নির্দেশ জানানোর জন্যও আবেদন করেছেন তিনি। একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এও বলেন, 'আমি কুণাল ঘোষকে প্রণাম জানাব, তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা ফলে গিয়েছে। আমার জানা ছিল না।'


প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে সিবিআই হাজিরার নির্দেশ থেকে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি বরখাস্তের নির্দেশ- সবই এসেছে বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে। এমনকি, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য প্রসঙ্গেও বেশ কয়েকবার কড়া মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতি মামলা যুব নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর, সংবাদমাধ্যমের সামনে কুন্তল ঘোষ একাধিকবার দাবি করেছিলেন যে তাঁকে দিয়ে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত সেই নিয়ে একটি চিঠি লিখে সিবিআই ও ইডির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন হুগলির বহিষ্কৃত তৃণমূল যুব নেতা।


যার পরিপ্রেক্ষিতে বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এই মন্তব্যও করেন যে, কুন্তল যা বলেছে, তাতে দরকারে অভিষেককে জেরা করা উচিত। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার অনুমতি পেয়েছিল সিবিআই, ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি, সিবিআইকে সেই অনুমতি দিয়েছিলেন। এমনকি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নোটিসও পাঠায় অভিষেককে। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ফলে সিবিআই আগের নোটিস শুধরে নতুন নোটিস পাঠিয়ে অভিষেককে জেরার বিষয়টি স্থগিত রাখে। 


উল্লেখ্য, এদিন নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে সরিয়ে দেওয়ার পর অভিষেক আরও বলেন, 'আমরা বার বার বলে এসেছি। বিচারবিভাগের কয়েকজন এসব করছেন। ২৬টা সিবিআই কেস দিয়েছে! রামনবমীতে এনআইএ দিয়েছে! কারা করেছে সবাই দেখেছে! যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের শাস্তি হোক আমরা চাই।' রায়কে স্বাগত জানিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষও। বলেন, 'সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন ' সব কা বিকাশ' কাকে বলে। বিকাশ ছুঁলে কী হয়। কমরেড, সমবেদনা রইল।' 


আরও পড়ুন, Kaliyaganj: কালিয়াগঞ্জকাণ্ডে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাইকোর্টের, পুলিসকে কড়া নির্দেশ!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)