নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টাও কাটল না। তার আগেই শুভেন্দু অধিকারীকে নিয়ে আরও একবার জল্পনা রাজনৈতিক মহলে। গতকাল সন্ধেয় তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন, ভুল বোঝাবুঝির অবসান। শুভেন্দু থাকছেন তৃণমূলেই। আজ, বুধবার সকালে আচমকা পটবদলের পর বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র প্রতিক্রিয়া,'সৌগত রায় কীভাবে মিডিয়াকে বললেন বুঝতে পারছি না। ওঁর সঙ্গে হয়তো শুভেন্দুর কথাও হয়নি।'               


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৈলাস বিজয়বর্গীয় বলেন,''শুভেন্দু দা বলেছেন, ভাইপোর টিম মাফিয়াদের ঢাল হচ্ছে। এতে হিংসা, দুর্নীতি বেড়েছে। মাফিয়াদের আশ্রয় দিচ্ছেন ভাইপো। ভাইপোকে নিয়ে আপত্তি ওঁর। ভাইপো এসব কাজ বন্ধ না করলে তিনি তৃণমূলে থাকবেন না। সৌগত রায় কীভাবে মিডিয়াকে বললেন বুঝতে পারছি না। ওঁর সঙ্গে তো কথাও হয়তো হয়নি। মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার আসছে বাংলায়। উন্নয়নের কর্মযজ্ঞে শুভেন্দু সামিল হতে চাইলে আসতেই পারেন।''


মঙ্গলবার সন্ধেয় উত্তর কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিল তৃণমূল নেতৃত্ব। ভোটকৌশলী প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন ওই বৈঠকে। তারপর সৌগত রায় দাবি করেন,'সব মিটমাট হয়ে গিয়েছে। তৃণমূলেই থাকছেন শুভেন্দু।' সকালেই বিষয়টি একশো আশি ডিগ্রি ঘুরে যায় শুভেন্দুর হোয়াটসঅ্যাপ বার্তায়। সূত্রের খবর, তিনি লিখেছেন,বিষয়টি এভাবে সংবাদমাধ্যমে আসায় তিনি খুশি নন। এভাবে একসঙ্গে কাজ করা সম্ভব নয়।


এরপর সৌগত রায় সাংবাদিকদের জানান, 'গতকাল সন্ধেয় বৈঠকে কথা হয়েছিল। সেটাই সত্যনিষ্ঠ বলেছি। শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত বদল করলে তাঁর উচিত সংবাদমাধ্যমে তা বলা।' তাঁর সংযোজন, 'শুভেন্দুর থেকে টেক্সট পেয়েছি। এরপর কেউ মত পরিবর্তন করলে তিনিই আপনাদের জানাবেন।' এর পাশাপাশি শুভেন্দুর সঙ্গে আর কোনও বৈঠক হবে না বলেও স্পষ্ট করেন দেন সৌগত। 


আরও পড়ুন- শুভেন্দু এলে বিজেপির লাভ, ওঁর সঙ্গে ভোটব্যাঙ্কও আসবে: মুকুল