প্রীতম দে: মুখে মাস্ক। হাতে গ্লাভস। অন্য মে মাস হলে অন্য ছবি হতো। ঘেমে নেয়ে একসা । এবার কি তেমনটি নয় ? ভেবে দেখুন । ভরা বৈশাখেও রাতে গরম নেই অতটা। সৌজন্যে কালবৈশাখী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবছর প্রথম থেকেই প্রায় প্রত্যেক দিনের বিকালেই দেখা পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টির। কখনও কখনও তা  কালবৈশাখীর চেহারাতেও আসছে । গত গ্রীষ্মে উত্তরবঙ্গে এমনটা হলেও দক্ষিণবঙ্গের ভাগ্যে জোটেনি তেমন ঝড় বৃষ্টি। লক ডাউনে  বৈকালিক বা সান্ধ্যকালীন ঝড়বৃষ্টির আমেজ কিন্তু একটা অন্য রকমই 'মুড' তৈরি করছে রাজ্যবাসীর। বাড়িতে ভাজা চপ, মুড়ি, চানাচুর আর সঙ্গে ঠান্ডা পানীয়-জমে উঠছে বৈকালিক আড্ডা।


তবে কিছুদিন আগের ভোর রাতের জোরদার ঝড়বৃষ্টিতে কিছুটা কাবু হয়ে পড়েছিল কলকাতা।  বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় জল জমে গিয়েছিল, রেড রোড-সহ বেশ কয়েকটি জায়গায় রাস্তার ওপর উপড়ে পড়েছিল গাছ। ৭১কিমি প্রতি ঘন্টায় গতিবেগে কালবৈশাখী আর তুমুল বৃষ্টি তাপমাত্রা নামিয়ে দিয়েছিল বেশ কিছুটা।


আগামিকাল থেকে চালু হচ্ছে ট্রেন, তবে পাবেন না কী কী সুবিধা? জেনে রাখুন
 যে অগ্রিম পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর তাতে পরিষ্কার আগামী কয়েকদিনও 'কুল কুল' গরমই বিরাজ করবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। 


পূর্বাভাস বলছে,


  সোমবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টি হতে পারে


মঙ্গলবার ও বুধবার সবথেকে বেশি অর্থাত্ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা


বৃহস্পতি ও শুক্রবার ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে


কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়ের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনাই বেশি। সারাদিন যতই গরম থাকুক না কেন বিকাল-সন্ধের ঝোড়ো হাওয়ায় কিছুটাও স্বস্তি পাবে রাজ্যবাসী।