ওয়েব ডেস্ক: সোমবার সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন ঘাটে চলে কালী প্রতিমার নিরঞ্জন। ব্যান্ডপার্টি এবং আলোকসজ্জা সহযোগে ক্লাবগুলি তাদের প্রতিমা ঘাট পর্যন্ত নিয়ে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় সব ঘাটেই ছিল বিশাল পুলিস বাহিনী। বিসর্জনের পরপরই ক্রেনের সাহায্যে প্রতিমাগুলি গঙ্গা থেকে তুলে নেওয়া হয়। তারজন্য ঘাটে ঘাটে মোতায়েন করা হয় কলকাতা পুরসভা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!


কড়া পুলিসি প্রহরা মধ্যেও মোটরবাইকে চড়ে প্রতিমা নিরঞ্জন দিতে আসা অনেকেই নিয়ম মানেন নি বলেই অভিযোগ। তবে, তেমন কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।


আরও পড়ুন  ভারত বনাম ইংল্যান্ডের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি নিজের কাছে রেখে দিন