শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কালীপুজোর আগেই উদ্বোধন? কালীঘাটের স্কাইওয়াক তৈরির কাজ খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম। কাজ কতদুর এগিয়েছে? মুখ্য়মন্ত্রীর কাছে রিপোর্ট দেবেন তিনি। মুখ্যমন্ত্রী অনুমোদন পরেই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Cyclone Dana|Mamata Banerjee: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় 'ডানা', রাজ্যের ৭ জেলায় স্কুলে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর!


দক্ষিণেশ্বরের আদলে এবার স্কাইওয়াক কালীঘাটে! মন্দির লাগোয়া এলাকার চেহারা বদলে গিয়েছে। দেখে চেনার উপায় নেই। মন্দিরের সামনে যে স্টল ও ডালা বসত, সেগুলি সরে গিয়েছে মন্দিরের নতুন কমপ্লেক্সে। পাশেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড থেকে একেবারে মন্দিরের সামনে পর্যন্ত স্কাইওয়াক তৈরির কাজ চলছে জোরকদমে। মন্দির অবশ্য় একদিন বন্ধ রাখা হয়নি।


দক্ষিণেশ্বের স্কাইওয়ার তৈরির পরই মুখ্য়মন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন যে, যে কালীঘাটেও যেন অতি দ্রুত একটি স্কাইওয়াক তৈরি করা হয়।  কিন্তু হকার সমস্য়া কারণে কাজ শুরু হতে অনেকটাই দেরি হয়ে যায়। শেষপর্যন্ত মন্দিরের সামনে হকার্স কর্নারটি হাজরা পার্কে সরিয়ে ফেলতে সক্ষম হয় পুরসভা। এরপরই শুরু হয় স্কাইওয়াকের কাজ। কবে? ২০২২ সালে। 



আরও পড়ুন:  RG Kar Doctor Suspension| Calcutta High Court: থ্রেট কালচারের অভিযোগে চিকিত্‍সকদের সাসপেনশনের খারিজ হাইকোর্টের!


৫০০ মিটার লম্বা ও ১০.৫ মিটার চওড়া এই স্কাইওয়াকে থাকবে দুটি লেন। থাকবে ৪টি এসকালেটর, দুটি ব্রাঞ্চ। কটি নামবে মন্দিরের উত্তর-পূর্ব প্রান্তে পুলিস কিয়স্কের কাছে, আর একটি কালীঘাট দমকল অফিসের দিকে থানার কিছু আগে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)