নিজস্ব প্রতিবেদন: উপলক্ষ ছিল কন্যাশ্রীর মঞ্চ। ওই মঞ্চেই মানবিক নিদর্শন তুলে ধরল হাওড়ার সারদা শিশু মন্দিরের ছাত্র অহনা ভট্টাচার্য (Ahana Bhattacharya)। নিজের জমানো দু'হাজার টাকা দান করল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বলেন,'অহনা অন্যদের অনুপ্রাণিত করবে। আজ জিতে গেল মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অহনার (Ahana Bhattacharya) বয়স মাত্র ১৩। হাওড়ার সারদা শিশু মন্দির-এর অষ্টম শ্রেণির ছাত্রী সে। শনিবার রবীন্দ্রসদনে কন্যাশ্রীর অনুষ্ঠানে অহনার হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তখনই মন্ত্রীর হাতে একটা খাম তুলে দেয় অহনা। স্বাভাবিক কৌতূহলে রাজ্যের মন্ত্রী প্রশ্ন করেন, কী আছে এতে? অহনা জানায়, মা-বাবার দেওয়া পকেটমানি বাঁচিয়ে ২০০০ টাকা জমিয়েছে। ওই টাকাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিতে চায়। অহনার (Ahana Bhattacharya) কথায়,'রাজ্যে বন্যা ও করোনা। খাবার পাচ্ছেন না অনেকে। মানুষের পাশে দাঁড়ানো দরকার। মা-বাবাই উৎসাহিত করেছেন।'  


শশী পাঁজা (Shashi Panja) বলেন,'অহনা সবাইকে চমকে দিল। অহনাই আমাদের প্রেরণা। ১৩ বছরের মেয়ে বন্যায় দুর্গত ও কোভিডে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। আজ আমরা জিতে গেলাম। কন্যাশ্রী জিতে গেল। মুখ্যমন্ত্রীর প্রকল্প সফল।'


আরও পড়ুন- I-Day: কোভিড-কালে রেড রোডে ৩০ মিনিটের উদযাপন, ট্যাবলোয় 'লক্ষ্মীর ভাণ্ডার'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)