ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার কৌস্তুভ রায় ও শিবাজি পাঁজা
কৌস্তুভ ও শিবাজির বিরুদ্ধে ঋণ নিয়ে প্রতারণার মামলা দায়ের করে কানাড়া ব্যাঙ্ক-সহ ১০টি ব্যাঙ্ক।
নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক প্রতারণা মামলায় গ্রেফতার কৌস্তুভ রায়। আর পি গ্রুপের কর্ণধার কৌস্তুভ রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে ৫১৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। কৌস্তুভের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে শিবাজি পাঁজাকেও।
কৌস্তুভ ও শিবাজির বিরুদ্ধে ঋণ নিয়ে প্রতারণার মামলা দায়ের করে কানাড়া ব্যাঙ্ক-সহ ১০টি ব্যাঙ্ক। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। বেশ কয়েকবার কৌস্তুভ রায়ের বাড়িতে ও অফিসে তল্লাশি চালানো হয়। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য কৌস্তুভ রায় ও শিবাজি পাঁজাকে তলবও করে সিবিআই। কিন্তু তাঁদের জবাবে সন্তুষ্ট হতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন, নামেই জেলা সভাপতি শোভন? ভোটের দায়িত্ব সামলাবেন সুব্রত বক্সী
এরপর এদিন এদের দুজনকে ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু তাঁদের কাছ থেকে ৫১৫ কোটি টাকা ঋণ নিয়ে সন্তোষজনক উত্তর না মেলার পরই গ্রেফতারের সিদ্ধান্ত নেয় সিবিআই।
আর পি কর্ণধার কৌস্তুভ রায়ের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সময়ে ভুয়ো নথি দেখিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু তারপরে ঋণ শোধ করেননি আর পি গ্রুপের কর্ণধার।
আরও পড়ুন, রবিবারই ছিল বিয়ে! সর্বগ্রাসী আগুনে উজাড় সংসার বাঁধার স্বপ্ন
কৌস্তুভ রায় ও শিবাজি পাঁজাকে গ্রেফতার করে ৫১৫ কোটি টাকার হদিশ পেতে চায় সিবিআই। আগামিকাল ধৃতদের আদালতে পেশ করা হবে।