ওয়েব ডেস্ক: বঙ্গ ব্রিগেডের জোট সওয়ালে আপত্তি কেরালা লবির। তাই দুদিক বজায় রেখে কৌশলী মধ্যপন্থার ভাবনা সিপিএম শীর্ষ নেতৃত্বের। সরাসরি কংগ্রেসের সঙ্গে নয়।  বরং  রাজ্যে বিধানসভা ভোটে ধর্ম নিরপেক্ষ জোটের পক্ষে সায় দিতে পারে  কেন্দ্রীয় কমিটি। কেরালার পাশাপাশি সরাসরি  কংগ্রেসের সঙ্গে জোটে আপত্তি আরও কয়েকটি রাজ্যের নেতৃত্বের। সেক্ষেত্রে মধ্যপন্থায় দুই শিবিরকেই সন্তুষ্ট রাখতে চায় শীর্ষ নেতৃত্ব।  গতকাল প্রথম দিনে সূর্য গৌতমের ঝোড়ো ব্যাটিংয়ে রাজ্যে জোটের প্রয়োজনীয়তা নিয়ে কেন্দ্রীয় কমিটিকে বোঝাতে সক্ষম হয়েছে বঙ্গ ব্রিগেড। তাই আজ কেন্দ্রীয় কমিটির বৈঠকের শেষদিনে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে রাজ্যের পরিস্থিতিও মাথায় রাখবেন নেতারা।  আশাবাদী বাংলার নেতারা।