নিজস্ব প্রতিবেদন: শেষ ৫ দিনের লড়াই। মৃত্যু হল উল্টোডাঙার দীপান্বিতা ভুঁইয়ার। গত শুক্রবার তাকে ধাক্কা দিয়ে ফুটন্ত ভাতের হাড়িতে ফেলে দেয় তাদের বাড়ির ভাড়াটিয়া। গুরুতর দগ্ধ অবস্থায় ২ বছর ১০ মাসের দীপান্বিতাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা জানিয়েছিলেন, পুড়ে গিয়েছে তার দেহের ৭৫ শতাংশ। শনিবার ভোর ৫টায় সেখানেই মৃত্যু হয় দীপান্বিতার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনা গত মঙ্গলবার, স্বাধীনতা দিবসের আগের দিনের। দীর্ঘদিন ধরেই ভাড়া নিয়ে বিবাদ চলছিল বাড়িওয়ালা সুষেন ভুঁইয়া ও ভাড়াটিয়া রাজকুমারী শ-এর মধ্যে। সুষেন ভুঁইয়া পেশায় গাড়িচালক। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িভাড়া দিচ্ছিলেন না ভাড়াটিয়া রাজকুমারী শ।  গোটা বাড়িটাই আস্তে আস্তে দখল করে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। 


গ্রিন করিডর তৈরি করে ফের অঙ্গ প্রতিস্থাপন কলকাতায়


স্থানীয়রা জানিয়েছেন, বাড়িভাড়া সংক্রান্ত গন্ডগোলের জেরে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই ছিল। শুক্রবার সেই বিবাদ চরমে ওঠে। শুক্রবার সকালে নিজের ঘরের সামনেই খেলছিল ২ বছর ১০ মাসের দীপান্বিতা। অভিযোগ, সেইসময়ই রাজকুমারী শ তাকে ধাক্কা মারে। ধাক্কার চোটে ফুটন্ত ভাতের হাঁড়ির মধ্যে পড়ে যায় দীপান্বিতা।


চিকিত্সকরা জানিয়েছেন, ঘটনার অভিঘাত সহ্য করতে পারেনি ছোট্ট মেয়েটি। যার ফলে অনেক চেষ্টাতেও বাঁচানো যায়নি তাকে।