দেবারতি ঘোষ: কলকাতা পুরসভায় ৩ বছর আগে শুরু হয় ইংরেজি মাধ্যম স্কুল। কিন্তু করোনার থাবায় ২ বছরের বেশি সেখানে কার্যত পড়াশোনা হয়নি। ফলে ইংরোজি মাধ্যমের বেসরকারি স্কুলগুলির তুলনায় পুর-স্কুলগুলি অনেকটাই পিছিয়ে পড়েছে। ফলে ইংরেজি মাধ্যমের হলেও ভাষাটিতে দুর্বল হয়ে পড়ছে পড়ুয়ারা। সেই সমস্যা সামাল দিতে ওইসব স্কুলগুলিতে স্পোকেন ইংলিশ চালু করছে কলকাতা পুরসভা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপাতত স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে গাঁটছড়া বেঁধেই শুরু হচ্ছে ওই স্পোকেন ইংলিশ কোর্স। পাইলট প্রজেক্ট হিসেবে ৯টি ইংরেজি মাধ্যম স্কুলে বেছে নেওয়া হয়েছে।  পুরসভার আশা দ্রুত পুরসভার সব স্কুলে স্পোকেন ইংলিশ কোর্স চালু করা হবে। এইসব স্কুলগুলিতে সাধারণত পিছিয়েপড়া অঞ্চলের বাচ্চার পড়াশোনা করে। পুরসভার দাবি, তাদের স্কুলগুলির পড়ুয়ারা যাতে পাড়ার মন্তেস্বরি স্ক্ুলগুলির সঙ্গে পাল্লা দিতে পারে তার জন্য এই উদ্যোগ।


বর্তমানে পুরসভার অধীনে রয়েছে ২৪০টি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ৭০টি ইংরেজি মাধ্যমের। ইংরেজি মাধ্যমে পড়ে ১৬০০ শিশু। বাকীরা পড়ে অন্যান্য মাধ্যমে। এখন থেকে বের হওয়ার পর তারা যাতে অনায়াসে ভালো স্কুলে ভর্তি পারে, ইংরেজিতে কথা বলতে পারে তার জন্য এই চেষ্টা।


কলকাতা পুরসভার স্কুলগুলির জন্য এমন উদ্যোগ নিয়েছেন মেয়র পারিষদ(শিক্ষা) সন্দীপন সাহা। তিনি দায়িত্ব নেওয়ার পর পুরসভার স্কুলগুলির উন্নতিতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এনিয়ে মেয়র পারিষদ বলেন, এখান যারা পড়তে আসে তারা বেশিরভাগই দুঃস্থ পরিবারের। তারা বেসরকারি স্কুলে যেতে পারে না। তাই তারা যাতে প্রতিযোগিতার উপযোগী হিসেবে গড়ে উঠতে পারে বা অন্য বেসরকারি স্কুলে ভর্তি হতে পারে তার জন্যেই এই ব্যবস্থা। আমাদের উদ্দেশ্য ওইসব পড়য়াদের ইংরেজি লেখা ও বলার উপযুক্ত হিসেবে গড়ে তোলা। আপাতত কয়েকটি স্কুলে এই স্পোকেন ইংলিশ কোর্স চালু হচ্ছে। এই পাইলট প্রজেক্ট সফল হলে পুরসভার সব স্কুলেই তা চালু হবে।


আরও পড়ুন-Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে মোদীর সঙ্গে সমঝোতা করে ফেলেছেন মমতা: অধীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)