নিজস্ব প্রতিবেদন : খাস কলকাতায় ভয়ঙ্কর ঘটনা! ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীকে টেনেহিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে গেল বাইক সওয়ারি যুবক। ঘটনাটি ঘটেছে নিউটাউনে। অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, একটি রেস্তরাঁয় কাজ করেন ওই তরুণী। বুধবার রাতে রেস্তরাঁয় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন জগৎপুরের বাসিন্দা ওই তরুণী। অভিযোগ, নিউটাউন গোল বিল্ডিংয়ের কাছে আসতেই বাইকের ওপর বসে থাকা ২ যুবক প্রথমে তরুণীকে কটূক্তি করে। এর প্রতিবাদ করে ওই তরুণী। প্রতিবাদ করতেই ফের তরুণীকে অশালীন মন্তব্য করতে থাকে ২ যুবক। 


তখন ওই তরুণী মোবাইলে ২ যুবকের ছবি তুলতে যায়। বাধা দেয় অভিযুক্তরা। এরপরই মোবাইল সমেত তরুণীর হাত ধরে বাইক স্টার্ট করে দেয় ২ যুবক। ওই তরুণীকে টানতে টানতে বাইক নিয়ে কিছুটা এগিয়েও যায় তারা। তারপর কিছু দূর গিয়ে হাত ছেড়ে দেয়। তখন পড়ে যান ওই তরুণী। পড়ে গিয়ে চোট পান তিনি। 


আরও পড়ুন, Gariahat Murder : 'খুন করে টাকা আনব', মা রাজি হতেই ছেলের কার্যসিদ্ধি


এই ঘটনায় নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। আজ তাদের বারাসাত কোর্টে তোলা হবে। অভিযুক্তদের নাম রাজু মজুমদার ও সবুজ শীল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)