নিজস্ব প্রতিবেদন: শেক্সপিয়র সরণির বহুতলের ১৬ এবং ১৭ তলায় আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। দীপাবলি উপলক্ষে ছুটি থাকায় বহুতলে তেমন মানুষ জন না থাকায় প্রাণহানি এড়ানো গিয়েছে। তবে অন্যান্য তলেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দমকলকর্মীরা। ভবনটির জানলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। লাগোয়া জীবনদীপ বিল্ডিং থেকে চলছে অগ্নিনির্বাপনের কাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মমতা-বুদ্ধ সাক্ষাৎ, সাড়ে ছ'বছরের ব্যবধান মেটাল সৌজন্যের উষ্ণতা


সূত্রের খবর, শেক্সপিয়র সরণির জীবনসুধা বিল্ডিংয়ের আশে পাশে কোনও বাড়ি নেই এবং ঘটনাচক্রে আজ ছুটি থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল কলকাতা। তবে কীভাবে আগুন লাগল বহুতলে, সেবিষয়ে এখনও কিছু জানতে পারেনি দমকল আধিকারিকরা।