নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের আগে খুশির খবর। কলকাতা পুরসভায়  অগ্রাধিকারের ভিত্তিতে প্রায় ২০০০ শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত। অনুমতির জন্য ওই প্রস্তাব পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন বিভাগে। মেয়রই যেখানে ওই বিভাগের মন্ত্রী, ফলে বলা বাহুল্য প্রস্তাব পাশ হওয়া সময়ের অপেক্ষা। অতয়েব ফের খুলছে চাকরির দরজা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরকে আরও পরিচ্ছন্ন করতে মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে নেমেই ধাক্কা খেয়েছেন নতুন মেয়ক। কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় খালি পড়ে রয়েছে প্রায় ৩৫০০ পদ। তার মধ্যে ২,০০০ পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নেয় পুর বোর্ড। 


পুলিস ভেরিফিকেশনের জন্য ১২ হাজার টাকা দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ল DIB আধিকারিকের বিরুদ্ধে


পুরসভা সূত্রে জানা গিয়েছে, নিয়োগ হবে মজদুর পদে। সরাসরি নিয়োগ হবে এই ২,০০০ পদে। ফলে নেই পরীক্ষা বা ইন্টারভিউর ঝক্কি। রাজ্য সরকারের থেকে ছাড়পত্র মিললেই শুরু হবে নিয়োগপ্রক্রিয়া। যে কোনও মূল্যে লোকসভা নির্বাচনের আগে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে চাইছে কলকাতা পুরসভা। 


কলকাতাকে পরিচ্ছন্ন রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগের মজদুররা।