নিজস্ব প্রতিবেদন : শহরে ফের অগ্নিকাণ্ড (Fire)। নারকেলডাঙা গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ড। আগুন লাগে (Kolkata Fire) ১০৭ নম্বর নারকেল ডাঙা নর্থ রোডে অবস্থিত এক গেঞ্জি কারখানায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা বেজে ১০ মিনিট নাগাদ ওই গেঞ্জি কারখানায় আগুন (fire) লাগে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। মোট ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


প্রসঙ্গত, কদিন আগেই স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে আগুন (Kolkata Fire) লাগে। বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয় ৪ দমকল কর্মী, এএসআই সহ মোট ৯ জনের। সেদিন দমকল কর্মীরা লিফটে করে ওপরে উঠছিলেন। যে মুহূর্তে লিফট খোলেন তাঁরা, আগুনের লেলিহান শিখায় ঝলসে যান তাঁরা। তা এতটাই ভয়াবহ যে দেহ সনাক্ত করতেও সমস্যা হচ্ছিল।


আরও পড়ুন, Coal Scam : লুক আউট নোটিসের মধ্যেই CBI-এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ বিনয় মিশ্র