কলকাতা: গত ২ মাসে শহরে ৬টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা। দেখে নেব TIME LINE-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২ সেপ্টেম্বর- সকাল ৮টা নাগাদ আগুন লাগে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বহুতল চ্যাটার্জি ইন্টারন্যাশানাল বিল্ডিংয়ে। দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্ঠায় দমকলের ১৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।


২৬ অগাস্ট- নন্দন পেক্ষাগৃহ।


৮ অগাস্ট- নাটক চলা কালীন অ্যাকাডেমির স্টেজের পাশে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় দর্শকদের মধ্যে।


২ অগাস্ট- ক্যানিং স্ট্রিট।  


১৯ জুলাই- ফারপো মার্কেট , ওই দিনই আগুন লাগে গিল্যান্ডার হাউসে।