নিজস্ব প্রতিবেদন: কলকাতায় র্যানডম অ্যান্টিবডি টেস্ট শুরু হল। শহর কলকাতার ১৬টি বোরোর ১টি করে ওয়ার্ডে ৪টি করে জায়গা বেছে নেওয়া হয়েছে। প্রত্যেকটি স্পটে ১০জন করে টেস্ট করা হচ্ছে। এছাড়াও শহরের কনটেইনমেন্ট জোন থেকে আরও ১০০ জনের নমুনা সংগ্রহ করা হবে। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা পুরসভার উদ্যোগে অ্যান্টিবডি টেস্টের কাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাগবাজারের সর্বজনীন পুজো কমিটি লাগোয়া ৩ নম্বর বস্তির ১০ জন বাসিন্দার দেহে আজ আন্টি বডি টেস্ট করা হয়।
রাজ্য স্বাস্থ্য ভবনের প্রতিনিধি এবং কলকাতা পৌরসভার কর্মীরা এই কাজ করছেন ।
স্বাস্থ্য ভবনের এক কর্তার কথায়, ICMR ও WHO'র গাইডলাইন মেনে এইভাবে র্যানডম নমুনা সংগ্রহ করা হচ্ছে শরীরে করোনাভাইরাস আন্টিবডির উপস্থিতি জানতে চেয়ে। সংগৃহীত নমুনা যাবে চেন্নাইয়ের ICMRএ।  সেখানেই পরীক্ষা করে দেখা হবে যে শরীরে করোনা  ভাইরাসের অ্যান্টিবডি উপস্থিতি আছে কিনা থাকলে তার মাত্রা কেমন তারপর নতুন করে ভাবনা শুরু হতে পারে  স্ট্র্যাটেজি।


আরও পড়ুন: বিক্রেতার করোনা পজেটিভ, অশনি সংকেত নিউ মার্কেটে
এপ্রসঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "আমরা আইসিএমআর-কে সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা করছি। করোনা রুখতে লড়াই জারি হয়েছে। এই প্রসেসটা গবেষণার মধ্যে দিয়েই এগোবে।"