নিজস্ব প্রতিবেদন: SSC-তে নিয়োগে দুর্নীতি মামলায় CBI তদন্ত বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বাগ কমিটির রিপোর্ট গ্রহণ করল এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের দরকার নেই বলেই জানালো ডিভিশন বেঞ্চ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিভিশন বেঞ্চের ১১১ পাতার নির্দেশনামায় যা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল জাস্টিস গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ যে যে মামলায় CBI অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলি সবই বহাল থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে যাদেরকে বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছিল তাও বহাল থাকছে বলেই জানা গেছে। 


এছাড়াও বলা হয়েছে, সিঙ্গেল বেঞ্চ যে পর্যবেক্ষণ রেখেছিল তাঁর সঙ্গে অনেকক্ষেত্রেই সহমত ডিভিশন বেঞ্চ। এর পিছনে মানিট্রেলের যে বিষয়টি মনে করেছে সিঙ্গেল বেঞ্চ সেই বিষয়ে সহমত ডিভিশন বেঞ্চ। তারাও মনে করছে যে এর পিছনে আর্থিক লেনদেন রয়েছে কিনা তা দেখা দরকার। 


ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে যে এই পর্যায়ে দাঁড়িয়ে একক বেঞ্চের নির্দেশে কোনওভাবে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই বলেই মনে করছে তারা। একইসঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিষয় বাগ কমিটি যে রিপর্ট দিয়েছিল সেই পরামর্শ আদালত গ্রহণ করছে এবং রিপোর্টটি একক বেঞ্চে পেশ করতে হবে বলেও জানানো হয়েছে। 


SSC-র তরফে বলা হয় একক বেঞ্চের নির্দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং একপেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। SSC-র এই বক্তব্যের সঙ্গে কোনওভাবেই একমত নয় আদালত। 


গ্রুপ ডি-র ক্ষেত্রে CBI তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং FIR দায়ের করা হয়। SLST নবম দশমের ইংলিশ বিষয়ক মামলায়ও FIR দায়ের হয়। এই দুটি ক্ষেত্রেই তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। 


আরও পড়ুন: SSC: সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী


এছাড়াও চারটি ক্ষেত্রে অনুসন্ধানেরও নির্দেশ দেওয়া হয়। SLST নবম দশমে অঙ্ক, ইতিহাস, বাংলা, ইংরাজি এই চারটি ক্ষেত্রে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। এই প্রতিটি ক্ষেত্রেই অনুসন্ধান চলবে বলে জানা গেছে। এরমধ্যেই অঙ্ক বিষয়ক মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI দফতরের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়। এই বিষয়েও মঙ্গলবার অবধি স্টে অর্ডার ছিল। বুধবার ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পরে পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচ আর থাকল না।          


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)