কলকাতা: শুধু প্রতিশ্রুতি নয়। পাঁচ বছরের কাজকে হাতিয়ার করেই, কলকাতা পুরভোটের ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের ইশতাহার তৈরি। বাকি শুধু দলনেত্রীর সিলমোহর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার তৃণমূলের ইশতাহারের ক্যাচলাইন, ক্লিন সিটি-গ্রিন সিটি। মুখ্যমন্ত্রী এই টার্গেট বেধে দিয়েছেন পুরসভার সামনে।


ইশতাহারে বাড়তি গুরুত্ব পেতে চলেছে কলকাতার স্বাস্থ্য পরিষেবা ইস্যু।
দলের দাবি, গত কয়েক বছরে ম্যালেরিয়া-ডেঙ্গির মতো অনেক রোগেরই প্রকোপ কমেছে শহরে। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে, এর স্বপক্ষে বিস্তারিত তথ্য থাকবে ইশতাহারে।  


গুরুত্ব পাবে জল সরবরাহ ইস্যুও।  


ইশতাহারে বলা থাকছে, শহরে কোনও অংশ এখন আর অন্ধকার নয়। আলো-বিদ্যুত্‍ পৌছে গিয়েছে প্রায় সব প্রান্তে।


রাস্তাঘাটের অবস্থাও আগের চেয়ে অনেক ভাল।  


অধিকাংশ সাধারণ গরিব মানুষকে বিপিএল তালিকার অন্তর্ভুক্ত করা গিয়েছে।


এর পাশাপাশি, ভবিষ্যতে পুরসভার কাজে আরও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি থাকছে তৃণমূলের ইশতাহারে।


দলের দাবি, গুরুত্ব পাবে বস্তি উন্নয়ন ইস্যু।