নিজস্ব প্রতিবেদন: ফের শহরে আগুন। এবার আগুন লাগল কলুটোলা স্ট্রিটের একটি দোতলা বাড়িতে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৮ ইঞ্জিন পৌঁছেছিল। তবে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যেই প্রায় ২২ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।  মূলত ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলুটোলা স্ট্রিটের যে দোতলা বাড়িতে আগুন লেগেছিল তার পাশের দুটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। উল্টোদিকের বাড়ির জানলা থেকে দমকল কর্মীদের জল দিতে হচ্ছে। পাশাপাশি বেশকিছু বাড়ি আগুনের গ্রাসে চলে যেতে পারে। প্রতিটি বাড়ির কোণায় ব্যবসার জিনিসপত্র মজুত থাকে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনের উৎস পর্যন্তও পৌঁছনো যায়নি। 


আরও পড়ুন, UP: আমাকে যন্ত্রণা দিচ্ছে, লখিমপুর খেড়িতে কৃষক 'হত্যা'র নিন্দায় Mamata, পাঠাচ্ছেন প্রতিনিধি দল


ঘটনায় হতাহতের সংখ্যা এখনও পর্যন্ত নেই। তবে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। কালো ধোঁয়ার ছেয়ে গিয়েছে এলাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। সেই বাড়িতে খেলনার গোডাউনও রয়েছে। সেখানে অগ্নিদাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ায় আশঙ্কা থেকেই যাচ্ছে। 


অগ্নি নির্বাপন ব্যবস্থা এই অঞ্চলে নেই বললেই চলে। আগুন নেভানোর উপযুক্ত পরিস্থিতিও নেই বলে জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। পকেটে পকেটে আগুন জ্বলছে এখনও। ইতিমধ্যেই ৮টির পরিবর্তে ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)