নিজস্ব প্রতিবেদন:  বুধবার সকাল থেকে ফের স্বাভাবিক ছন্দে মেট্রো পরিষেবা। সকালের প্রথম ট্রেন ছেড়েছে কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে। গতকাল গভীর রাত পর্যন্ত বন্ধ থাকে মেট্রো পরিষেবা।ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। কর্মীদের ভুলেই মেট্রো বিভ্রাট হয়েছিল বলে মেনে নেন মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার।


গতকাল সন্ধ্যায় ময়দান স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় মেট্রোর এসি রেক। পয়েন্ট সেটিং না হওয়ার কারণে বিপত্তি বাড়ে। রেক খালি থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় মেট্রো। ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। লাইনচ্যুত মেট্রো সারানোর কাজ শুরু হয় স্টেশনে। রাতভর কাজের পর বুধবার সকালে মেট্রো চালানো সম্ভব হয়।