ওয়েব ডেস্ক : শহর জুড়ে নিকাশির কাজে জোর কলকাতা পুরসভার। নাইট সিফটে শুরু হল ম্যানহোল খুলে সাফাইয়ের কাজ। রাতে সেই কাজেরই তদারকি করতে আসেন মেয়র পারিষদ তারক সিং। আপাতত ৯৮ টি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে এই কাজ হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে ২৯৮ টি নতুন মেশিন কাজ শুরু করবে। জানিয়েছেন মেয়র পারিষদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, কালই কলকাতা পুরসভার বাজেট পেশ করে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই বছর ট্যাক্স বেশ কিছুটা কম পড়বে। কারণ, ফ্ল্যাটের বিল্ড আপ এরিয়ার জন্য কোনও কর নেবে না কলকাতা পুরসভা। কর নেওয়া হবে শুধুমাত্র কার্পেট এরিয়া অর্থাত্‍ আপনার থাকার অংশটুকুর জন্য।


আরও পড়ুন, বারাসত বিশ্ববিদ্যালয়ে জাল মার্কশিট চক্রে ধৃত ১