`কাটমানি` হিসাবে লাউ এনে জোর ধমক খেলেন কলকাতা পুরসভার আধিকারিক
এক ব্যক্তির বাড়ি থেকে লাউ এনে কর্তার ভর্ত্সনার মুখে পড়লেন এক আধিকারিক।
দেবারতি ঘোষ : মুখ্যমন্ত্রীর 'কাটমানি' হুমকির পর থেকেই থরহরিকম্প গোটা তৃণমূল। দলের পাশাপাশি কাঁপছে তাঁর প্রশাসনও। ঘুষ তো দূর অস্ত, কোথাও তদন্তে গিয়ে জল মিষ্টি খেতে ভয় পাচ্ছেন অনেক আধিকারিক। পরিস্থিতি এতটাই জটিল যে তথ্য যাচাইয়ে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে লাউ এনে কর্তার ভর্ত্সনার মুখে পড়লেন এক আধিকারিক।
আরও পড়ুন- একটা সম্প্রদায়কে নিয়ে চিঠি দেওয়াটা ঠিক হয়নি: সিদ্দিকুল্লা
কলকাতা পুরসভা সূত্রের খবর, সম্প্রতি পুরসভার ১০ নম্বর বরোর বাসিন্দা এক তরুণী রূপশ্রী প্রকল্পে অনুদানের জন্য পুরসভায় আবেদন করেন। তথ্য খতিয়ে দেখতে তাঁর বাড়ি যান কলকাতা পুরসভার সমাজকল্যাণ বিভাগের এক আধিকারিক। গিয়ে দেখেন তরুণীর বাড়িতে ঝুলছে লকলকে লাউ গাছ। তাতে ঝুলছে বড় বড় লাউ। গৃহকর্তার কাছে সেই লাউয়ের প্রশংসা করেন সেই আধিকারিক। শুনে গৃহকর্তা তাঁকে একটি লাউ তাঁকে উপহার দেন।
লাউ হাতে নিয়ে হেলতে দুলতে পুরসভায় নিজের দফতরে ফেরেন ওই আধিকারিক। সহকর্মীদের লাউয়ের মাহাত্ম্য বিবৃত করতে থাকেন তিনি। তখনই সেখানে এসে পৌঁছন বিভাগীয় কর্তা ভাস্কর ভট্টাচার্য মহাশয়। তথ্য যাচাইয়ে গিয়ে ওই আধিকারিক লাউ হাতে ফিরেছেন শুনে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। ওই আধিকারিককে চরম ভত্সনা করেন ভাস্করবাবু। বলেন, ফের দফতরের কাউকে কোনও প্রকল্পের সুবিধাভোগীর কাছ থেকে সুবিধাভোগ করতে শুনলে কড়া ব্যবস্থা নেবেন তিনি।