নিজস্ব প্রতিবেদন : চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম মালিক গোবিন্দ আগরওয়ালের সঙ্গে যোগসূত্র মিলল গরু পাচারকাণ্ডের কিংপিন এনামুল হক ও কয়লা পাচারচক্রের মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালা। কলকাতা পুলিসের গোয়েন্দাবিভাগ গ্রেফতার করে গোবিন্দ আগরওয়ালকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে এনামুল ও অনুপ মাঝির সঙ্গে তাঁর যোগাযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, ধৃত আগরওয়ালকে জেরা করে ও তাঁর ফার্মের নথি খতিয়ে দেখে জানা গিয়েছে যে এনামুল ও অনুপ মাঝির কালো টাকা সাদা করার কাজটি করতেন তিনি। পাচারচক্রের দুই মাস্টারমাইন্ডের হিসেব বহির্ভূত সম্পত্তি থেকে শুরু করে কালো টাকার হিসেব সবই এই আগরওয়ালের তত্ত্বাবধানে থাকত। ভুয়ো কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলে এই কালো টাকা বৈধ করার কাজটি চলত।


বেআইনি কারবারের হিসেব দেখভাল করতেন গোবিন্দ। মঙ্গলবার তাঁকে ফের আদালতে পেশ করবে কলকাতা পুলিস। তাঁর পুলিসি হেফাজতের জন্য আবেদন জানাবে। প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই। ওদিকে কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।


আরও পড়ুন, 'আকাশ থেকে নেমে দুয়ারে যেতে যেতে নির্বাচন ঘোষণা হয়ে যাবে', নয়া প্রকল্পকে কটাক্ষ সায়ন্তনের