নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মা। তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। লালবাজারে শুরু হয়েছে তাঁর ঘর স্যানিটাইজ করার প্রক্রিয়া।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোভিডে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই কলকাতায় মৃত্যু হয়েছে এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের। গত মাসে প্রাণ হারান সেন্ট্রাল ডিভিশনের এসি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারের মৃত্যুও হয়েছে। আক্রান্তও বহু। এবার কোভিড পজিটিভ রিপোর্ট এল কলকাতা পুলিস কমিশনার অনুজ শর্মার। তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে খবর।


করোনা পরিস্থিতিতে রাস্তায় নেমে কাজ করছেন পুলিস কর্মীরা। লকডাউন বলবৎ করতেও সচেষ্ট তাঁরা। লকডাউনপর্বে রাস্তায় নেমেছিলেন খোদ পুলিস কমিশনার। বুধবার পর্যন্তও অফিস করেছেন অনুজ শর্মা। সামান্য জ্বর ছিল তাঁর। বৃহস্পতিবার সকালে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখনও তাঁর সামান্য জ্বর আছে বলে জানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় যাঁরা অনুজ শর্মার সংস্পর্শে এসেছেন, তাঁদের কোয়ারিন্টিনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি স্যানিটাইজ করা হয়েছে লালবাজারে পুলিস কমিশনারের ঘর। 


আরও পড়ুন- স্যার আইপ্যাক থেকে বলছি, TMC নেতাদের ফোন করে তথ্য সাবাড় করল আইটি সেল!