রানি রাসমণিতে সভার অনুমতি পেলেন না অমিত শাহ
এই ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে রাজ্য বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: অনুমতি পেলেন না অমিত শাহ। অমিত শাহকে অনুমতি দিল না কলকাতা পুলিস। অগাস্টে রানি রাসমণি রোডে অমিত শাহের সভা করার কথা ছিল। সেই সভারই অনুমতি খারিজ করে দিল কলকাতা পুলিস।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচনে। পাখির চোখ এখন ২০১৯। আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদী সরকারকে উত্খাতে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেশব্যপী অ-বিজেপি শক্তিগুলিকে নিয়ে বিরোধী জোটের ডাক দিয়েছে তৃণমূল। এরাজ্যে তৃণমূলের টার্গেট ৪২-এ ৪২টি আসনই জয় করা।
আরও পড়ুন, 'নিজের দেশেই উদ্বাস্তু' ৪০ লাখ বাঙালি, কড়া প্রতিক্রিয়া মমতার
কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় গেরুয়া শিবিরও। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। বঙ্গভূমে পদ্ম ফুটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দফায় দফায় রাজ্যে মোট ১৩টি জনসভা করতে পারেন বলে দলীয় সূত্রে খবর।
শুধু মোদী নয়, ইতিমধ্যেই কয়েরবার রাজ্যে ঘুরে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। রণকৌশলের ঘুঁটি সাজাতে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে। বাংলা বিজয়ের লক্ষ্যে একাধিক রণনীতির ঘোষণা করেছেন।
আরও পড়ুন, লক্ষ্য ২০১৯, বঙ্গে কৃষ্ণ নামেই গেরুয়া আবেগে শান দেওয়ার কৌশল ভিএইচপি-র
আগামী ১১ অগাস্ট কলকাতার রানি রাসমণি রোডে যুব সমাবেশ করার কথা ছিল অমিত শাহের। কিন্তু বিজেপি সভাপতির সেই সভার অনুমতি বাতিল করল কলকাতা পুলিস। কিন্তু, কী কারণে সভার অনুমতি বাতিল করা হল? কলকাতা পুলিসের পক্ষ থেকে বিজেপিকে জানানো হয়েছে, এখানে কংগ্রেস আগেই সভা করার জন্য অনুমতি চেয়েছে। তাই একই জায়গায় দুটি রাজনৈতিক দলকে সভা করতে অনুমতি দেওয়া সম্ভব নয়।
এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ গেরুয়া শিবির। এর পিছনে রাজ্য প্রশাসনের চক্রান্তের গন্ধ পাচ্ছে বিজেপি। রাজ্য বিজেপির পক্ষ থেকে, ইতিমধ্যেই জানানো হয়েছে, এই ইস্যুতে হাইকোর্টে যাচ্ছেন তাঁরা। অন্যদিকে, বিকল্প হিসেবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও সভা করার ভাবনাচিন্তা করছে তারা।