ওয়েব ডেস্ক: পুজো নিয়ে এবার আগে থেকেই সতর্ক কলকাতা পুলিস। শহরের ১২টি গুপুত্বপূর্ণ পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিস কমিশনার রাজীব কুমার। নগরপালের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিস কমিশনার সদর সুপ্রতিম সরকার, ডিসি ট্রাফিক ভি সোলোমন নেসাকুমার সহ পুলিসের পদস্থ আধিকারিকরা। ছিলেন দমকল এবং পুরসভার কর্তারাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মনের আগুন নেভাতে সারারাত ফোন আসছে দমকলের ১০১ নম্বরে!


উত্তর থেকে দক্ষিণের জনপ্রিয় পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন নগরপাল। কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে। দক্ষিণে দেশপ্রিয় পার্কের পুজো নিয়ে এবার বেশি সতর্ক পুলিস। বিশৃঙ্খলা এড়াতে পুজো মণ্ডপে ঢোকার এবং বেরনোর গেটগুলি আরও চওড়া করার পরামর্শ দেন নগরপাল। পুজোয় যানজট এড়াতে শহরের রাস্তায় বাড়তি পুলিস মোতায়েনের আশ্বাস দিয়েছেন তিনি।


আরও পড়ুন অটোকে নিয়মের শৃঙ্খলে বাঁধতে এগারো দফা নির্দেশ জারি করেছে ইউনিয়ন