`আপনার WhatsApp হ্যাক হতে পারে`, সতর্কবার্তা Kolkata Police-র
নেপথ্যে কারা? খতিয়ে দেখছে লালবাজার।
নিজস্ব প্রতিবেদন: WhatsApp এবার প্রতারণার ফাঁদ! টুইট করে গ্রাহকদের সতর্ক করল কলকাতা পুলিস। নেপথ্যে কারা? খতিয়ে দেখছে লালবাজার।
'সাবধান! আপনার WhatsApp হ্যাক হতে পারে'! ফেসবুকে পোস্ট দিয়ে এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিসের তরফে। কিন্তু কীভাবে? WhatsApp-এ কোড দিয়ে ভেরিফিকেশনের জন্য লিঙ্ক পাঠাচ্ছে হ্যাকাররা। আর সেই লিঙ্কেই লুকিয়ে বিপদ! বস্তুত, ঠিক কোন ধরনের ম্যাসেজ বা লিঙ্কে ক্নিক করলে হ্যাকারদের খপ্পরে পড়তে পারেন আপনি, তার ছবিও পোস্ট করা হয়েছে। তাহলে উপায়? WhatsApp গ্রাহকদের কলকাতা পুলিসের পরামর্শ, এই ধরনের কোনও ম্যাসেজ বা লিঙ্ক যদি আসে, তা কোনওভাবেই ফরোয়ার্ড করবেন না। এমনকী, প্রেরক খুব কাজের বা একান্ত পরিচিত হলেও বিষয়টি এড়িয়ে যেতে হবে।
জানা গিয়েছে, WhatsApp-S প্রতারণার ফাঁদ বা হ্যাকিং সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে লালবাজারে। প্রাথমিক তদন্তে এই ঘটনার নেপথ্যে একটি চক্রের হদিশ মিলেছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গ্রাহকদের সতর্ক করা হল।