কোকেনকাণ্ডে নয়া মোড়, BJP নেতা রাকেশ সিং-র বিরুদ্ধে সমন জারি পুলিসের
কোকেনকাণ্ডে বিড়ম্বনা আরও বাড়ল গেরুয়াশিবিরের।
নিজস্ব প্রতিবেদন: কোকেন কাণ্ডে এবার বিজেপি নেতা রাকেশ সিং-র বিরুদ্ধে সমন জারি করল করল পুলিস। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪-টে সময় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার। সেদিন নিউ আলিপুরে কোকেন-সহ ধরা পড়েন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী। গ্রেফতার করা হয় তাঁর এক ঘনিষ্ট বন্ধুকেও। ধৃতের কাছ থেকে ১০০ গ্রাম কোকেন পাওয়া গিয়েছে। পুলিসের দাবি, উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য় কয়েক লক্ষ টাকা। ভোটের মুখে এই ঘটনায় যখন চক্রান্তের গন্ধ পাচ্ছে গেরুয়াশিবির, তখন উল্টো সুর ধৃত বিজেপি নেত্রীর গলায়।
আরও পড়ুন: Governor-কে এড়িয়ে বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যের
গ্রেফতারির পর, শনিবার পামেলা ও তাঁর সঙ্গী প্রবীরকে নিয়ে যাওয়া হয় আদালত চত্বরে। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে আদালত চত্বরেই কার্যত চিৎকার জুড়ে দেন পামেলা। রীতিমতো গলা চড়িয়ে বলেন, 'আমি চাই সিআইডি তদন্ত হোক। বিজেপির রাকেশ সিং-কে যেন গ্রেফতার হয়। এটা ওর চক্রান্ত। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং যেন অ্যারেস্ট হয়। এটা ওর চক্রান্ত ছিল।' পরে এজলাসে তোলার সময়েও রাকেশের নাম শোনা যায় ধৃতের গলায়। অবশেষে সেই রাকেশ সিং-র বিরুদ্ধে সমন জারি করল পুলিস।