অর্ণবাংশু নিয়োগী: খাল কলকাতার বুকে রমরমিয়ে চলছিল বোমা তৈরির কারখানা। শুক্রবার বন্দর একবালপুরে একটি বাড়িতে হানা দিয়ে দক্ষিণ বন্দর থানার পুলিস। উদ্ধার করা হয় বোমা তৈরির মশলা ও যন্ত্রপাতি। একজনকে পাকড়াও করেছে পুলিস। বাকি দু'জন পালিয়ে গিয়েছে। ধৃতের নাম শেখ শাহজাদা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতার একবালপুরে একটি বাড়িতেই চলছিল বোমা তৈরির কারখানা। পুলিস সূত্রের খবর, ঘরের মধ্যেই চুপিসারে কাজ করত দুষ্কৃতীরা। শুক্রবার ওই বাড়িতে অভিযান চালায় দক্ষিণ বন্দর থানার পুলিস। পুলিসকে দেখে দুই দুষ্কৃতী চম্পট দেয়। তাদের ধরা যায়নি। তবে একজনকে গ্রেফতার করেছে পুলিস। ওই দুষ্কৃতীর নাম শেখ শাহজাদা। ঘরের মধ্যে ছড়িয়েছিটিয়ে ছিল বোমা তৈরির সরঞ্জাম। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিস। 



কী কারণে বোমা তৈরি হচ্ছিল তা স্পষ্ট নয়। কারা এর যুক্ত, তাও স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিস। এর সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কিনা তাও আগেভাগে বলতে নারাজ তদন্তকারীরা। আপাতত ধৃত শেখ শাহজাদাকে জেরা করে বাকি দুজনের খোঁজ চলছে।


আরও পড়ুন- আইসিইউ-তে চলে গেল দেশের অর্থনীতি, ৫ শতাংশের নীচে নামল বৃদ্ধি