ফের করোনার থাবা কলকাতা পুলিসে, মৃত্য়ু সাব ইন্সপেক্টরের
একেবারে সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধে লড়ছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : করোনার সঙ্গে লড়াইয়ে আরও এক সৈনিককে হারাল কলকাতা পুলিস। করোনায় আক্রান্ত হয়ে এদিন প্রাণ হারান অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সমীর কুমার নাথ। কলকাতা আর্মড পুলিসের ষষ্ঠ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন সমীর কুমার নাথ।
বর্তমানে ডেপুটেশনে কর্মরত ছিলেন সাউথ ডিভিশনে। একেবারে সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধে লড়ছিলেন তিনি। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। আজ তাঁর মৃত্যু হয়। করোনার সঙ্গে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের মধ্যে রয়েছেন চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিস, সাংবাদিকরা। ইতিমধ্য়ে রাজ্য়ে বহু চিকিত্সক প্রাণ হারিয়েছেন করোনায়। প্রাণ হারিয়েছেন বহু পুলিস কর্মীও।
৬ জুন প্রাণ হারান কলকাতা পুলিসের সাউথ ডিভিশনের কনস্টেবল সেবাস্তিয়ান খাকার।
১৩ জুন প্রাণ হারান শিয়ালদহ ট্রাফিক গার্ডের কনস্টেবল দিলীপ সর্দার।
১২ জুলাই প্রাণ হারান কলকাতা পুলিসের ইস্ট ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার সুব্রত দাস।
২৪ জুলাই প্রাণ হারান হেস্টিংস থানার কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন।
২৪ জুলাই প্রাণ হারান কলকাতা ট্রাফিক পুলিসের ইকুইপমেন্ট সেলের অফিসার ইনচার্জ অভিজ্ঞান মুখার্জি।
২৮ জুলাই প্রাণ হারান চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্র নাথ তির্কি।
৩১ জুলাই প্রাণ হারান চিৎপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তপন চন্দ্র কুমার।
২ আগস্ট প্রাণ হারান জোড়াবাগান ট্রাফিক গার্ডের কনস্টেবল দীপঙ্কর সরকার।
২১ আগস্ট প্রাণ হারান সেন্ট্রাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার উদয়শঙ্কর ব্যানার্জি।
১০ সেপ্টেম্বর প্রাণ হারান স্পেশাল ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতো। শ্যমপুকুর থানায় ADO হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।
২৪ সেপ্টেম্বর প্রাণ হারান হরিদেবপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তুষারকান্তি কুলে।
১৮ অক্টোবর প্রাণ হারান কলকাতা আমর্ড পুলিশের পঞ্চম ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিদ্ধান্ত শেখর দে।
২১ অক্টোবর প্রাণ হারান সার্ভে পার্ক থানার সাব ইন্সপেক্টর হারাধন দাস।
২৫ অক্টোবর প্রাণ হারান কলকাতা পুলিসের পোর্ট ডিভিশনের কনস্টেবল মনোজ কুমার সিং।
২৮ অক্টোবর প্রাণ হারান কলকাতা আমর্ড পুলিসের তৃতীয় ব্যাটেলিয়নের ইন্সপেক্টর সঞ্জয় সিংহ।
১৬ নভেম্বর প্রাণ হারান কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর মানব বন্দোপাধ্যায়।
১৭ নভেম্বর প্রাণ হারান কলকাতা পুলিসের রিজার্ভ ফোর্সের কনস্টেবল কমল কৃষ্ণ বল।
২৯ নভেম্বর প্রাণ হারান কলকাতা পুলিসের যানবাহন বিভাগের চালক প্রদীপ মন্ডল।
আরও পড়ুন, কোভিড আবহে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা নয়