ওয়েব ডেস্ক : পুজো মানেই রাস্তায় জনজোয়ার। পুজোর কদিন মহানগরীকে সচল রাখতে তত্পর কলকাতা পুলিস। চতুর্থী থেকেই শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হবে বিরাট পুলিস বাহিনী। পার্কিং সমস্যা কাটাতে কলকাতার ৪০টি বড়ো পুজো সংলগ্ন এলাকায় করা হবে পার্কিং জোন। সেখানে থাকবে অ্যাপ ক্যাব ধরার ব্যবস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চমী থেকেই দুপুর ২টোর পর বড় রাস্তায় অটো চলবে না। এর পাশাপাশি প্যান্ডেল হপারদের সুবিধায় শহরের শৌচাগারের ম্যাপ তৈরি করছে পুলিস। কলকাতা পুলিসের অ্যাপের পাশাপাশি বিভিন্ন জনবহুল স্থানেও এই ম্যাপ দেওয়া হবে। ট্রাফিক সংক্রান্ত সব তথ্য মিলবে কলকাতা পুলিসের উত্সব অ্যাপে।


আরও পড়ুন, পুজোয় জমাটি পেটপুজোর এলাহি আয়োজন আইআরসিটিসির