জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে দেশবাসীর অপেক্ষার প্রহর কেটেছে। ১৪ জুলাই শুক্রবার দুপুর ২ টো ৩৫ মিনিটে 'চন্দ্রযান-৩' (Chandrayaan 3) এর সফল উৎক্ষেপণ হয়েছে  শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। সোশ্যাল মিডিয়ায় স্বভাবতই ট্রেন্ড করছে #Chandrayaan3। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ওরফে ইসরোর (ISRO) বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে ট্যুইট করেছে নেটপাড়া। আর এই ফাঁকে কলকাতা পুলিসও (Kolkata Police) তাদের কাজটি সেরে ফেলল। চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণে অভিনন্দন জানিয়েই পুলিশ একটি কার্ড পোস্ট করেছে। সেই কার্ডটি পোস্ট করার ৫০ মিনিটের মধ্যে শতাধিক শেয়ার হয়েছে। ফের একবার পুলিসের  রসবোধে মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Chandrayaan-3: অবশেষে ভারতের চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ, ৪০ দিনে পৌঁছাবে চাঁদে


কলকাতা পুলিস যে কার্ড পোস্ট করেছে, সেখানে উপর-নীচে দু'টি ছবি দেখা যাচ্ছে। উপরে রয়েছে ভারতের সবচেয়ে ভারী রকেটের চাঁদের দেশে পাড়ি দেওয়ার মুহূর্ত। নীচের ছবিতে রয়েছে এক ব্যক্তির বেপরোয়া ভাবে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপারের দৃশ্য়। এই ছবিতে বোল্ড করে কলকাতা পুলিস ক্যাপশন দিয়েছে যে, 'চাঁদেই যদি যেতে হয়, চন্দ্রযানেই যান নাহয়'! কলকাতা পুলিস খুব সহজে বুঝিয়ে দিয়েছে যে, এভাবে রাস্তা পার হলে সোজা চাঁদে যেতে হবে। তাই জীবনের ঝুঁকি না নিয়ে, ট্রাফিক সিগন্যাল দেখে, পথ নিরাপত্তার সচেতনতা বার্তা দিল পুলিস। নেটিজেনরা যা দেখে ফের পুলিসের প্রশংসা করেছে। ঘটনাচক্র কলকাতা, দিল্লি ও মুম্বই পুলিসের পোস্ট প্রায়ই ভাইরাল হয়। তারা মানুষকে আইন-কানুনের বিষয়ে সচেতন করার জন্য এরকম মিমের হাতই ধরেছে।