ওয়েব ডেস্ক: পুরভোটে অশান্তির ছায়া। বোমা পড়ল রাজভবনের সামনে বোমা। দুপুরে কাউন্সিল হাউস স্ট্রিটের কংগ্রেস অফিস লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। বোমার ঘায়ে আহত হন তিন কংগ্রেস কর্মী। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আতঙ্কে পরিবেশ উত্তর কলকাতার একাধিক বুথে। শোভাবাজার, শ্যামবাজার, বিডন স্ট্রিট সংলগ্ন একাধিক ওয়ার্ডে সকাল থেকেই বুথ কার্যত ফাঁকা। একমাত্র  ২০ নং ওয়ার্ড ছাড়া কোনও বুথেই ভোটারদের লাইন চেখে পড়েনি।   


পুলিসের সামনেই ভোটারদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটেছে বেলগাছিয়ার তিন নম্বর ওয়ার্ডের মনোহর অ্যাকাডেমিতে। নিজেদের সিরিয়াল নম্বরে ভোট দিতে গিয়ে দেখেন ভোট পড়ে গিয়েছে। তারপর অন্য সিরিয়াল নম্বরে ভোট দিতে বলা হয়। সেখানে ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ জানাতে গিয়ে মার খেলেন ভোটাররা। সিপিআইএম প্রার্থী কনীনিকা বসুকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা।


আবারও খবর সংগ্রহে বাধা চব্বিশ ঘণ্টাকে। এবার গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে। আর বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা মুন্না ইকবালের বিরুদ্ধে। এই ওয়ার্ডে প্রার্থী তাঁর ছেলে। আজ সকালে বুথ জ্যামের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে হঠিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের। সেই খবর সংগ্রহ করতে গিয়েই বাধার মুখে চব্বিশ ঘণ্টা।