নিজস্ব প্রতিবেদন: শুধুমাত্র দিনের বেলায় নয়, এবার থেকে রাতেও জাহাজ চলবে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট তথা কলকাতা বন্দরে। অত্যাধুনিক নাইট নেভিগেশন পদ্ধতির মাধ্যমে এটি সম্পাদন করা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর ফলে সময়ের পাশাপাশি খরচও বাঁচবে। প্রধানমন্ত্রীর গতিশক্তি প্রকল্পের আওতায় অভিনব এই ব্যবস্থার কাজ শুরু হয়েছে। আগামী তিনমাসের মধ্যেই শুরু হবে রাতে জাহাজ চলাচল। 


এ বিষয়ে বিশেষ ট্রেনিংয়ের জন্য বন্দরের পাঁচ পাইলটকে পাঠানো হচ্ছে বেলজিয়ামে। মে মাসের প্রথম সপ্তাহে বেলজিয়ামের বিশেষজ্ঞরা আসবেন বন্দরে।


এর ফলে কী কী সুবিধা পাওয়া যাবে? 


কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ভিনীত কুমার বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, 'এতদিন একটি জাহাজের জন্য গোটা একটি দিন অপেক্ষা করতে হত। যার ফলে সময় লাগত অনেক। এবার থেকে আর তা লাগবে না। দিনের আলো চলে গেলে একটি জাহাজকে ড্রাই ডকে দাঁড়িয়ে পড়তে হত। যার জন্য জাহাজ পিছু খরচ হত ৭ লক্ষ টাকা। এর পর থেকে সেটা আর লাগবে না। পাশাপাশি, কন্টেইনার হ্যান্ডেলিং-এর পরিমাণও বাঁচবে।


আরও পড়ুন: Damayanti Sen: নামখানা ধর্ষণকাণ্ডের তদন্তেও দময়ন্তী, নির্দেশ হাইকোর্টের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)