ওয়েব ডেস্ক: দেবীপক্ষের শুরু। উমাও পৌছে গিয়েছেন বাপের বাড়ি। মর্ত্যলোকের সন্তান-সন্ততিরাও কি আর বসে থাকতে পারে! মাকে বরণ করে নিতে এক্কেবারে তৈরি কলকাতা। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রস্তুতিও প্রায় শেষ। শারদআনন্দে মেতে ওঠার ক্ষণও শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে এখন ব্যস্ততা তুঙ্গে। একে অন্যকে টেক্কা দিতে পুরোপুরি তৈরি। যুদ্ধু যুদ্ধু আবহে এখন শান্তির বড় প্রয়োজন। শান্তি, শান্তি, শান্তি। গৌতম বুদ্ধের শান্তির বাণী নতুন করে ছড়িয়ে দিতে কোমর বেঁধেছে বেহালার বুড়োশিবতলা জনকল্যাণ সঙ্ঘ। নীল-সাদার নরম আলোয় অধিষ্ঠিত গৌতম বুদ্ধ। তাঁর মনের ভিতরে প্রবেশ করলেই দেবী দুর্গা। শান্তির কোলে আশ্রয় নিতে চাইলে বুড়োশিবতলা হোক গন্তব্য। গড়িয়াহাটে মার্কেটিং করতে করতে ত্রিধারায় ঢুঁ মারার ইচ্ছে হচ্ছে কি? মেয়র পারিষদ দেবাশিস কুমারের পুজোর প্রস্তুতি একদম শেষ। শহরের মাঝে হঠাত্‍ আদিবাসী গ্রামটা এল কোথা থেকে? শিকারের সব সরঞ্জাম হাজির। কাটারি, তির-ধনুক নিয়ে এই বুঝি শিকারে বেরোবেন মানুষগুলো। আদিবাসী জীবনে লড়াইয়ের ছবি বড় বেশি জীবন্ত ত্রিধারায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ক্রিকেটারদের টেস্ট ম্যাচের পারিশ্রমিক বেড়ে গেল দ্বিগুনেরও বেশি!


মদন মিত্রের পুজো নামেই পরিচিত ভবানীপুরের অগ্রদূত উদয় সঙ্ঘ। দাদা ছাড়া পেয়েছেন ঠিকই, কিন্তু পুজোয় নেই। দাদার ঠিকানা অন্যত্র। তবুও দাদা আছেন। পুজোর প্রস্তুতিও চূড়ান্ত। মনে হবে বুঝি বাংলার কোনও গ্রামে এসে পড়লেন। বাঁকুড়ার টেরাকোটা, বীরভূমের কাঁথাশিল্পে সেজে উঠেছে মণ্ডপ। সাধারণভাবে বাঁচো, গভীরভাবে চিন্তা করো। কুমোরটুলি পার্ক সর্বজনীনেই এটাই থিম। বিশাল এক পদ্ম। সেটাই মণ্ডপ। ছড়িয়ে রয়েছে ছোট ছোট আরও পদ্ম। সেই পদ্ম থেকেই ফুটে উঠেছে দেবীর মুখ। যেন জীবনের পরিস্ফুটন।


আরও পড়ুন  রাহানের সঙ্গে ২-এর সম্পর্ক কিন্তু গভীর হচ্ছে!