Kolkata: তৃণমূলে ফিরলেন সোমেন মিত্রর স্ত্রী Sikha Mitra, `বঙ্গ জননী`তে পাচ্ছেন বড় পদ
কোনও দিন তৃণমূল ছাড়িনি: শিখা মিত্র
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলে ফিরলেন কংগ্রেস নেতা সোমেন মিত্রর (Somen Mitra) স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক শিখা মিত্র (Sikha Mitra)। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় (Mala Roy) এবং চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের (Nayana Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি। শিখা মিত্রর সঙ্গে তৃণমূলে যোগ দিলেন AICC-র দুই সদস্য শুভ্রা ঘোষ এবং অমিত ঘোষ।
রবিবার শিখা মিত্রের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে মালা রায় বলেন, "বঙ্গ জননী'তে ভাল পদ দেওয়া হবে শিখা মিত্রকে। তিনি কাজ করবেন।" শিখা মিত্র (Sikha Mitra) বলেন, "আমি কোনও দিন তৃণমূল ছাড়িনি। মতানৈক্য হতেই পারে। মমতা বন্দ্য়োপাধ্যায় আমায় শ্রদ্ধা করে। মমতা নিজে ফোন করে খোঁজ নিয়েছে। ওঁর ইচ্ছে পূরণ করলাম।" এর আগে তৃণমূলেরই বিধায়ক ছিলেন শিখা মিত্র (Sikha Mitra)। তবে, মতানৈক্যের কারণে দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়।
আরও পড়ুন: Transgender: 'সেক্স চেঞ্জ' করাতে দু'দুবার পুরুষাঙ্গ, কাঠগড়ায় কলকাতার হাসপাতাল
আরও পড়ুন: Afghanistan থেকে ভারতীয়দের উদ্ধার না করে সেনা তুলে নিলে? কেন্দ্রকে বিঁধলেন Mamata
দীর্ঘদিন ধরেই শিখা মিত্রের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা জোরাল হচ্ছিল৷ সোমেন মিত্রের মৃত্যুবার্ষিকীতে তাঁকে ফোনও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একুশের বিধানসভা ভোটের আগে শিখা মিত্রর সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি-র প্রার্থী তালিকায় হঠাৎ করেই শিখা মিত্রের নাম ঘোষণা করে৷ যদিও বিজেপির প্রার্থী হতে সম্মতি দেননি শিখা মিত্র৷ শিখা মিত্র তৃণণূলে ফিরলেও, এখনও কংগ্রেসেই রয়েছেন তাঁর ছেলে রোহন মিত্র।